সিলেটের বিয়ানীবাজারে বিদেশি ৮ বোতল  মদ সহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার 

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১ 744 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশী অফিসার চয়েজ মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন জলাইকে আটক করেছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুবাগ বাজার থেকে তাকে আটক করেন থানার এস আই রুমেন আহমদ, এএসআই রিতন মিয়াসহ তাদের সঙ্গীয় ফোর্স।

আটক মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন জলাইয়ের বিরুদ্ধে এসআই রুমেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, আটক হওয়া মাদক ব্যাবসায়ী জলাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং  বিয়ানীবাজার উপজেলাকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।