ভোলাগঞ্জ শুল্ক স্টেশন স্থলবন্দরে উন্নীত করণের লক্ষে, পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে উন্নীতকরনের লক্ষ্যে পরিদর্শন করে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার সরকারি সফরে বিকাল ৪ টায় ভোলাগঞ্জ শুল্ক স্টেশনে এসে পৌঁছেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি ভোলাগঞ্জে পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপন করার লক্ষ্যে জমি অধিগ্রহণ করার জন্য সরেজমিনে দেখে যান। ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করে ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যে স্থলবন্দর স্থাপন করা হবে। পরে প্রতিমন্ত্রী ভোলাগঞ্জ সাদা পথর পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে.এম তারিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, এডিশনাল এসপি আশিস, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য জুয়েল আহমদ।


