লালমনিরহাটের হাতীবান্ধায় আশা এনজিওর খাদ্য সহয়তা

হাসান মাহমুদ হাসান মাহমুদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মে ১০, ২০২০ 641 views
শেয়ার করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় করোনায় ক্ষতিগ্রস্থদের আশা নামের এনজিও খাদ্য সহয়তা প্রদান করেছেন। ২০০ শত পরিবারের মাঝে এসব খাদ্য বিতরণ করা হবে। খাদ্যসামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, আলু ও লবন।
 
শনিবার (৯ই মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ক্ষতিগ্রস্থদের হাতে এসব খাবার তুলে দেয় এনজিও প্রতিনিধিগণ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, আশা’র হাতীবান্ধা অফিসের আরএম কামরুজ্জামান, বিএম হারুন উর রশিদ ও ফজলুল হক।
 
এ বিষয়ে হাতীবান্ধা হাতীবান্ধা উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, মানুষ জনদের সার্বক্ষনিক খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে