করোনা রোগীর বাড়িতে খাবার নিয়ে ইউএনও

হাসান মাহমুদ হাসান মাহমুদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ৯, ২০২০ 684 views
শেয়ার করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা রোগীর বাড়িতে গিয়ে খাবার পৌছে দিলেন ইউএনও সামিউল আমিন। ফল ও সবজিসহ ১৭ প্রকার খাদ্রসামগ্রী দেন তিনি।
 
শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫নং ওয়ার্ডের সবুজ মিয়ার স্ত্রী শম্পা বেগমের বাড়িতে এসব খাবার নিয়ে হাজির হন ইউএনও। খাদ্যসামগী হিসেবে ছিলো, চাউল, ডাল, তেল, আলু, আটা, লবন, চা-পাতা, চিনি, বুট, মিষ্টি কুমড়া, তরমুজ, মাল্টা, সাবান, কলা, লেবু, করলা, ডিম।
 
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, ‘মানুষ মানুষের জন্য। আমি সামার্থ অনুযায়ী সাহায্য করেছি। ওই এলাকায় ২১ বাড়ি লকডাউন করা হয়েছে। সার্বক্ষনিক তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হচ্ছে।
 
প্রসঙ্গগত, বৃহস্পতিবার রাতে (০৭ মে) ওই এলাকায় সম্পা বেগম নামে কুমিল্লা ফেরত এক গৃহবধূ করোনা রোগে আক্রান্ত হয়। এরপর ওই এলাকার ২১ বাড়ি লকডাউন করা হয়।