নীলফামারীতে কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে শ্রী ঘরে যুবক

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ 617 views
শেয়ার করুন
নীলফামারীতে এক কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে মোকছেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে জেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
 
শুক্রবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ সাজা প্রদান করেন।
 
জানা যায়, ওই দিন মেয়েটিকে ইভটিজিং করায় স্থানীয়রা মোকছেদুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাতদিনের জেল প্রদান করা হয়।
 
এ ব্যাপারে নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, মোকছেদুলকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।