করোনায় আক্রান্ত নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ 566 views
শেয়ার করুন
নীলফামারী পুলিশ সুপারের পরে এবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার তিনি নিজেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
 
নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর করিব জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ পিপিআর ল্যাবের হতে প্রাপ্ত তার রির্পোটে করোনা পজেটিভ আসে। এ ছাড়া নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের সহধর্মিনী ও তার ছোট ভাই এবং অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) সহধর্মিনীও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সকলেই নিজ বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
 
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৫ জনে।