
ঢাকা জেলার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, যে কেউ ওই নারীকে গলায় ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করতে পারে।
শনিবার (১১ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লায় পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
সাভার মডেল থানার পরিদর্শক ( ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এর আগে ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখন পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।