পরিচালক হিসেবে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। নতুন এই ছবির নাম ‘এই তুমি সেই তুমি’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর দিনেই ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ শুরু করেছিলেন কবী। কিন্তু মাত্র দুইদিন শুটিয়ের পরই থমকে যায়।
করোনা ভাইরাসের জন্য সারাদেশ লকডাউন হয়ে পড়ায় থেমে যায় সিনেমার কাজ। অবশেষে বিরতি কাটিয়ে আবারও ‘এই তুমি সেই তুমি’ ছবির ক্যামেরা ওপেন করলেন কবরি। ২৩ সেপ্টেম্বর আবার শুরু হলো এই সিনেমার শুটিং। টানা সাতদিন রাজধানীর বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানালেন কবরী।
পরিচালনায় ১৪ বছরের বিরতি ভেঙে এই সিনেমা দিয়ে ক্যামেরা পিছনে দাঁড়িয়েছেন কবরী। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা কবরী। এ সিনেমার মধ্য দিয়ে চার দশক পর আবার পর্দায় জুটি হয়েছেন সোহেল রানা ও কবরী।
অনুদান প্রাপ্ত এই সিনেমার গল্পে দুইটি সময়কে তোলে ধরা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়কার সাথে বর্তমান সময়কে প্রেমের আদলে তোলে ধরা হচ্ছে। ছবিটিতে দুটি নতুন মুখ উপহার দিচ্ছেন কবরী। তারা হচ্ছেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। ছোট পর্দার উঠতি নায়ক রিয়াদ রায়হান। অন্য দিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া।
শুটিংয়ে বুধবার থেকে সালওয়া অংশ নিলেও রিয়াদ অংশ নিবেন বৃহস্পতিবার থেকে।

