আমাদের অসাধারণ ন্যাশনাল এন্থেম বা জাতীয় সঙ্গীতটা নিয়ে অনেকেরই চুলকানি হয় মাঝে মধ্যেই। চুলকাতে চুলকাতে ইয়ে ব্যথা করে ফেলে! নানান ফর্মেটে এরা বিষয়টা উত্থাপন করে। এদের সংখ্যা কিন্তু কম না। স্বাধীনতার পর থেকেই এরা সময় সুযোগ বুঝে গর্ত থেকে বেরোয়। আড়াই কলম ইংরেজি জানা থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত কিংবা অর্ধ শিক্ষিত সব শ্রেণির রোগীই আছে এই তালিকায়।
এরা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে–(স্বাধীনতার)আগেই আমরা ভালো ছিলাম…
ওদের ব্যথার পেরেশানি কমাতে এই ছড়াটা লিখেছিলাম।–
অইটা ভালো গান না
লুৎফর রহমান রিটন
‘জাতীয় সঙ্গীত’ লিখেছেন তিনি মুসলমান না,
অইটা ভালো গান না।
ওরে তোরা অন্য একটা কবি খুঁজে আন না!
কবেত্থেকেই চ্যাঁচাইতেছি শুনতে কি কেউ পান না?
রচনাকাল/ অটোয়া ০৯ আগস্ট ২০২০
আলোকচিত্রশিল্পী/ এম ফকরুল ইসলাম


