হবিগঞ্জে ১০ জনের ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ৬, ২০২০ 422 views
শেয়ার করুন

হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনের ফলোআফ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে অর্থাৎ প্রাথমিকভাবে তাদেরকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল। তিনি বলেন- হবিগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত ১০ জনের ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

 

তবে এখনই তাদের ছাড়পত্র দেয়া হচ্ছে না। তাদের সকলেরই আবারর নমুনা সংগ্রহ করে পরিক্ষা করে। সেই পরিক্ষায় যদি তাদের করোনা নেগেটিভ আসে তাহলেই সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেয়া হবে। উল্লেখ্য- হবিগঞ্জের মোট ৮৯ জন করোনা রোগী শনাক্ত ৮৯ হয়েছেন। এছাড়া একজন সুস্থ ও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরসহ জেলা প্রশাসনের ৯ কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্য বিভাগের ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।