সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ 648 views
শেয়ার করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে ২ শিশু মৃত্যু। এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে শিশু নাহিদ বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পানির ভেতর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই সময়ে জয়পুরার ২ বছর বয়সী শিশু রাফিকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে গিয়ে ঘুরে এসে রাফিকে কোথায় না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের বন্যা বইছে।