আমিরাতে ছাত্রলীগের শোকদিবস পালন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ 1,008 views
শেয়ার করুন

 

বাংলাদেশ ছাত্রলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শারজাহ জাবেল তারেক রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।

সংযুক্ত আরব আমিরাত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার এইচ খাঁনের সভাপতিত্বে ও শারজাহ শাখার সভাপতি আহমেদ নাসিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন ইউএই আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য রানা হামিদ। বিশেষ অতিথি ছিলেন শারজাহ আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল, দুবাই আওয়ামীলীগের সহ সভাপতি রুজেল তরফদার, মালয়েশিয়া শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা বদরুল ইসলাম, বিশেষ বক্তা বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, স্বাগত বক্তব্য রাখেন শারজাহ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম আলী আছকর।

শুরুতেই পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করেন মাওলানা শাহাবুদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন শারজাহ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাবের সৈয়দ, দুবাই শাখার যুগ্ম সম্পাদক রুবেল হোসেন, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ নেতা এইচ এম সুহাদ রেজা।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগনেতা কাওসার আহমেদ, সিলেট মহানগর ছাতলীগের সাবেক নেতা মারজান হোসেন, সাবেক ছাত্রনেতা কর্ণেল আহমেদ, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক রাহিব রহমান, রাজৈর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুল মাতুব্বর, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রলীগের ত্রান ও পূনর্বাসন সম্পাদক আরমান হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান নাদিম, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা সালমান আহমেদ, মোকসেদপুর উপজেলা ছাত্রলীগনেতা নিউটন মল্লিক, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, কামরুল হক, লায়েছ আহমেদ, শিপন আহমেদ, হাসান জায়গীরদার, সালেহ আহমদ, রেদোয়ান আহমদ, সাহাব উদ্দিন, সামাদ মিয়া, কাজল ইসলাম কাজু, দিপু আহমেদ,খালেদ আহমেদ, সুহেল আহমেদসহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহাবুদ্দিন।