নীলফামারীতে ‘আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ 437 views
শেয়ার করুন
নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’ এর এক জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 
সোমবার (৩ আগস্ট) উপজেলার বগুলাগাড়ি বারঘড়িয়া গ্রাম থেকে নূরনবী (২০) নামে ওই সদস্যকে গ্রেফতার করা হয়। সে ওই উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া গ্রামের মাকসুদার রহমানের ছেলে।
 
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় চলতি বছরের গত ১১ মার্চ রাতে জলঢাকা পৌর শহরের বগুলাগাড়ি বারঘড়িয়া গ্রামের জনৈক মিলনের বাড়িতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যরা সংগঠিত হয়। সেদিন ওই বাড়িতে অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’র রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল আলম ও নীলফামারী জেলার নায়েব জিকরুল হককে গ্রেফতার করা হয়।
 
এসময় পালিয়ে যায় সদস্য নূরন্নবী (২০), মিলন (২৫) ও জলঢাকা উপজেলার নায়েব জাকির হোসেনসহ অন্যরা। এ ঘটনায় জলঢাকা থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর।
 
নীলফামারী ডিবি পুলিশের পরিদর্শক কেএম আজমিরুজ্জামান বলেন, মামলা দায়েরর পর থেকে আসামিদের গ্রেফতারে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসছে। ভোরে মামলার ৪ নম্বর আসামি নূরন্নবীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।