নীলফামারীর সৈযদপুরে খড়খড়িয়া নদির প্রবল স্রোত আর অবিরাম বর্ষনে শহরক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। ওই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে শহরে। বাঁধ রক্ষার্থে কাজ করছে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রবল স্রোত ও অবিরাম বৃষ্টির কারণে শুক্রবার (৩১ জুলাই) রাতে সৈয়দপুর স্টেডিয়ামের পেছনে নদীর বাঁধ ভেঙে যায়। এতে করে প্রায দু’শ বাড়ি ও ফসল তলিয়ে গেছে। এছাড়া শেখ রাসেল স্টেডিয়াম, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গেলো বছর খড়খড়িয়া নদীর অন্যস্থানে বাঁধ ভেঙে যাওয়ায় শহরে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়। এবছরও সেই আলামত দেখা যাচ্ছে বলেও জানান এলাকাবাসী।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কুমার জানান, পানি উন্নয়ন বোর্ড ভেঙে যাওয়া বাঁধটি মেরামতে কাজ করছে। আশাকরি, দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ সম্ভব হবে।


