বন্যার্ত মানুষের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও র‌্যাব-১২

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ 478 views
শেয়ার করুন
বন্যার ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি মধ্যাঞ্চলের জেলা সিরাজগঞ্জও। করোনা মহামারিতে পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা বিশেষত সিরাজগঞ্জ সদর, চৌহালী উপজেলার এনায়েতপুর থানার জালালপুর, কৌজুরী, বেলকুচি, কাজীপুর উপজেলা।
 
ক্ষতিগ্রস্থ হয়েছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির । গবাদিপশু হারিয়েছে চারণভূমি, বাসস্থান । জনজীবনে নেমে এসেছে অনিশ্চয়তা! যমুনা তীরবর্তী এ জনপদে প্রতি বছরই বন্যা হানা দিলেও এ বছর এর ব্যাপকতা বেশ প্রকট আকার ধারণ করে। বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশা উপলব্ধি করে এগিয়ে এসেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’’।
 
সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে অদ্য ৩০ জুলাই, ২০২০ তারিখে, র‌্যাব-১২ এর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছনগাছি ইউনিয়নের পাঁচ থাকুরী বাজার এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।