কক্সবাজার সৈকতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ 1,369 views
শেয়ার করুন
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে গুলিবিদ্ধ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।
 
কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহাজান কবির জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা, ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
 
তিনি আরোও জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।