দিরাইয়ের পুকিডর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ 541 views
শেয়ার করুন
শিক্ষা, ঐক্য,শান্তি এই প্রত্যয় নিয়ে সামাজিক সংগঠন পুকিডর ওয়েলফেয়ার ফাউন্ডেশন উন্নয়ন মূলক কর্মসূচি ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
 
ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জের ভাটি অঞ্চল দিরাই উপজেলার পুকিডহর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পুকিডহর গ্রামে বন্যাদুর্গত হতদরিদ্র ৭০টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদানকালে এসব বলেন সংগঠনের নেতৃবৃন্দ।
 
বুধবার (২২ জুলাই) দুপুর ১২ ঘটিকায় উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের শাহী ঈদগাহ মাঠে এসব দরিদ্র পরিবারের মধ্যে সহায়তার নগদ অর্থ তুলে দেয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি ফজলু মিয়া, ফিরোজ মিয়া, আব্দুস সালাম, জমশেদ মিয়া, হাফিজ মিয়া, মাখন মিয়া, লোকমান খান।
 
এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য শামীম মিয়া, রুহেন মিয়া, মাসুম মিয়া, ইমরান আহমদ, ইলিয়াস মিয়া, আব্দুর রাজ্জাক, এমদাদুর, রোমান, ফরহাদ মিয়া, মোফাজ্জল মিয়া, শাহীন, নাহিদ, হাফিজুর প্রমুখ।