দোহারে দুষ্কৃতিকারীদের হাতে নিহত তপন কর্মকারের বাসায় মহিলা ঐক্য পরিষদ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ 370 views
শেয়ার করুন

ঢাকা জেলার দোহার উপজেলার লটাখোলা গ্রামের তপন কর্মকারকে গত ১৫ জুলাই ২০২০ তারিখ মধ্যরাতে একদল সন্ত্রাসী নৃশংসভাবে হত্যা করে এবং নিহতের ভাই কৃষ্ণ কর্মকারের স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি যৌথ দল আজ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর নেতৃবৃন্দ নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের শিক্ষক দিলীপ ঘোষ এর বাড়িতে যান এবং তার পরিবারের সংগে কথা বলেন। ১৯ জুলাই ২০২০ তারিখে নিহত দিলীপ ঘোষ কলাকোপা হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জি ঢাকা জেলার পুলিশ সুপার এর সাথে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন দলে অন্যান্যের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক এড. তাপস কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর বিভাগীয় যুগ্ম সম্পাদক এড. শ্যামল রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী শুভাশিষ বিশ্বাস সাধন, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি দীপালী চক্রবর্তী,স্থানীয় প্রবীন নেতা মিহির বাবু, যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক স্মরণ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সহ স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।