দীর্ঘ তিন যুগ পর বিয়ানীবাজার ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪ 490 views
শেয়ার করুন

দীর্ঘ প্রায় তিন যুগ পর সিলেটের বিয়ানীবাজার ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদিত বিয়ানীবাজার উপজেলা শাখা, সরকারি কলেজ শাখা ও পৌরসভা শাখা ছাত্রলীগের ৩টি পূর্ণাঙ্গ কমিটি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর ফেসবুক পেইজে ১১ মার্চ বিকালে প্রকাশ করা হয়েছে। ৩টি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গুলো ১১ মার্চ ২০২৪ তারিখে অনুমোদন দেয়া হয়। এই কমিটি ঘোষনার মধ্য দিয়ে দীর্ঘ ৩ যুগ পর বিয়ানীবাজার ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত হলো।

 

 

অনুসন্ধানে জানা যায়, বিয়ানীবাজার ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ১৯৮৮ সালে। তৎকালিন ছাত্রলীগ নেতা মুস্তাফিজ শফি কে সভাপতি ও শামীম আহমদ কে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। অতঃপর দিন, মাস, বছর, এমনকি যুগ যুগ পেরিয়ে গেলেও বিয়ানীবাজার ছাত্রলীগের আর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। দীর্ঘ এই সময়ের আরো কয়েকটি অপূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে বটে তবে তাদের একটি কমিটিও আর পূর্ণাঙ্গতা লাভ করেনি। তন্মধ্যে ১৯৯২ সালে ময়নুল ইসলাম কে সভাপতি ও জিবান আহমদ কে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঐ কমিটি গঠিত হওয়ার পরপরই বিয়ানীবাজার ছাত্রলীগে অভ্যন্তরীন কোন্দল দেখা দেয়। ময়নুল-জিবান কমিটিকে চ্যালেঞ্জ করে ১৯৯৩ সালে আব্দুল বারী কে আহবায়ক এবং দেলোয়ার হোসেন ও পারভেজ আহমদ কে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। ৩ মাসের আহবায়ক কমিটি বিভিন্ন সময়ে যুগ্ম আহবায়ক পরিবর্তন হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। পরবর্তীতে ২০০০ সালের ২৯ এপ্রিল দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল কে আহবায়ক এবং আব্বাছ উদ্দিন ও ফারুকুল হক কে যুগ্ম আহবায়ক করে আরেকটি আহবায়ক কমিটি গঠিত হয়। ৩ সদস্যের ঐ আহবায়ক কমিটি পুর্ণাঙ্গ হওয়া দূরের কথা ৩ বছরেও ৪র্থ সদস্য অন্তর্ভূক্ত হয়নি! ২০০৩ সালের ১৮ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরদিন ১৯ ডিসেম্বর ২০০৩ সালে সিলেট জেলা ছাত্রলীগ আবুল কাশেম পল্ল¬ব কে সভাপতি ও জাকির হোসেন কে সাধারণ সম্পাদক করে ২ সদস্যের অপূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করে। এতে বিয়ানীবাজার ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে। এসময় আতিক হোসেন কে সভাপতি করে পাল্টা কমিটি গঠিত হয়। ফলে ২১ ডিসেম্বর ২০০৩ তারিখে জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত ২ সদস্যের কমিটি স্থগিত করা হয়। পরবর্তীতে ২০০৫ সালের ৮ এপ্রিল মোঃ জামাল হোসেন কে আহবায়ক এবং আবুল কাশেম পল্লব ও জাকির হোসেন কে যুগ্ম আহবায়ক করে উপজেলা ছাত্রলীগের ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়। দীর্ঘ ৭ বছরেও পূর্ণাঙ্গ কমিটি তো দূরের কথা ঐ আহবায়ক কমিটিই পূর্ণতা পায়নি। এ অবস্থায় ঐসময়ে বিয়ানীবাজার ছাত্রলীগে উপর্যপরি দ্বন্ধ ও রক্তক্ষয়ী একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভদ্ধ পরিস্থিতিতে ২০১২ সালের ফেব্রæয়ারীর প্রথম সপ্তাহে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগ। এরপর থেকে ১০ মার্চ ২০২৪ পর্যন্ত বিয়ানীবাজার ছাত্রলীগের কোন ইউনিটেরই কোন কমিটি ছিল না।

 

 

অবশেষে অনেক চড়াই উৎরাই ডিঙ্গিয়ে ১১ মার্চ সোমবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বিয়ানীবাজার ছাত্রলীগের তিনটি ইউনিটেরই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। অনুমোদিত ৮৩ সদস্য বিশিষ্ট বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জুয়েল আহমদ কে সভাপতি ও জাহিদুল হক তাহমিদ কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি পদে কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে রাসেল রহমান রুমি কে মনোনীত করা হয়েছে। এছাড়া ৭৩ সদস্য বিশিষ্ট বিয়ানীবাজার পৌরসভা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি পদে আশরাফুল আলম সাকেল ও সাধারন সম্পাদক পদে রেদোয়ান আহমদ কে মনোনীত করা হয়েছে।

 

 

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ কালবেলা কে বলেন, যুগ যুগ ধরে বিয়ানীবাজার ছাত্রলীগে কোন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। তাছাড়া প্রায় এক দশক থেকে এই উপজেলায় ছাত্রলীগের কোন ইউনিটের কোন কমিটি ছিল না। আমরা দায়িত্ব নেয়ার পর থেকে ছাত্রলীগ কে গতিশীল করতে কাজ শুরু করি। সে লক্ষে অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতা কাটিয়ে সবাইকে নিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় আজ বিয়ানীবাজার ছাত্রলীগের ৩টি ইউনিটের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব বিয়ানীবাজার ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসনিার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আদর্শবান মুজিব সৈনিক হিসেবে কাজ করে যাবে।