এমপি সাইফুল ইসলামকে সাভার নাগরিক কমিটির সংবর্ধনা

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪ 359 views
শেয়ার করুন

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম কে সংবর্ধনা দিয়েছেন সাভার নাগরিক কমিটি। শুক্রবার (১ মার্চ) বিকালে তারাপুর সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।

সাভার নাগরিক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি। পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্যদিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পরে ফুলদিয়ে প্রধান অতিথি সহ আমন্ত্রিত সকল অতিথিদের শুভেচ্ছা জানানো হয়।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা(উত্তর) সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, ঢাকা জেলা যুবলীগের আহবায়ক মিজান চৌধুরী, সাভার উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান সম্রাট, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার প্রমূখ সহ অনেকেই।