পরবাসীদের ঈদ | লুৎফুর রহমান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 575 views
শেয়ার করুন

পরবাসীদের ঈদ মানে তো দেশে টাকা দেওয়া
কেমন আছে ফুপি খালা ফোনে খবর নেওয়া
পরবাসীদের ঈদ মানে তো ঘুমিয়ে সময় পার
কেউবা আবার কাজে থাকে ঈদ বলো কী তার?

পরবাসীদের ঈদ মানে তো মিথ্যে হাসির ছবি
‘কিনেছি মা, কিনবো আমি’ মিথ্যা বলা সবই
কাজের পরে কাজ থাকে আর দিনের পরে দিন
পরিজনের দেখলে হাসি বাজায় সুখের বীণ।

রাতের বেলা বুকের মাঝে মোবাইল হাতে নিয়ে
একলা হাসা দেখে নিজের ময়না শালিক টিয়ে
পরবাসীদের ঈদ মানে তো দুঃখ হাজার কালও
তবু তারা দেশ গড়ে যায়, বলে ‘আছি ভালো’।

পরবাসিদের ঈদ মানে তো দেশের সুখে ভাসা
ভেতর চাপা কষ্ট লুকাই মিথ্যে ছলে হাসা
তবু তারা দেশের তরে দশের তরে জাগে
দেশ ও দশের সুখ যে তাদের কেবল ভাল লাগে।

*সম্পাদক: বায়ান্ন টিভি