রাজশাহীতে বিষপান করে আত্মহত্যা করেছেন এয়ারপোর্ট থানার মিতা খাতুন (২৫) নামে এক নারী পুলিশ সদস্য। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল পাইক পাড়া এলাকার মো. মুনসুর রহমানের মেয়ে। মিতা খাতুন আরএমপির এয়ারপোর্ট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, একই থানায় কর্মরত কনস্টেবল শরিফুলের সাথে মিতা খাতুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের এ সম্পর্কে ফাটল ধরায় অভিমানে গত ৩০ জুন সকাল ৯ টায় নিজ বাসায় বিষপান করেন মিতা।
পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্তার অবনতি হলে সিডিএম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শুক্রবার দুপুরে সেখান থেকে রামেক হাসপাতালে নিলে বিকাল ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এয়ারপোর্ট থানার ওসি নুরে আলম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


