আমিনুল হকের কবিতা – করোনা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ 566 views
শেয়ার করুন
চীন থেকে ডিসেম্বরে এসেছিল
কোভিড-১৯ মহামারী করোনা
যার কাছে দয়া-মায়া বা ভালবাসা
কোন কিছুরই দাম ছিলনা।
 
টাকা-পয়সা সোনা-দানা
কোন কিছুই কাজে এলোনা
নাম-পদবী যশ-খ্যাতি
এসব দিয়েও কাজ হলনা।
 
যেখানে ছিল অসচেতনতা
মাস্ক পড়তে করতো মানা
সেখানেই গিয়ে সবচেয়ে বেশী
মহামারী করোনা দিত হানা
 
করোনার থাবায় আক্রান্ত হয়ে
ক্লিনিক-হাসপাতালে সবাই দিল হানা
ডাক্তার-নার্সরা হাপিয়ে গেলেও
চিকিৎসা সেবা দিতে করেনি মানা
 
দেখতে দেখতে ৭ মাস হয়ে গেল
কবে যাবে মহামারী আজও অজানা
আজও চলছে করোনার রাজত্ব
সচেতনতা বৃদ্ধি ছাড়া কাজ হবে না।