দক্ষিণ সুনামগঞ্জে ৩ টি দোকানকে জরিমানা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ 467 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশ অমান্যকরে দোকান খোলা রাখায় ৩ টি দোকানকে জরিমানা করেছে ভ্রামম্যান আদালত।
 
বৃহস্পতিবার (১৮ই জুন) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে বিকাল ৪ টার পর সরকারি নির্দেশনা অমান্যকরে দোকান-পাট খোলা রাখা এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার দায়ে ৩টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫,০০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী।
 
এ সময় বাজারে আগত জনসাধারণদের প্রয়োজন ছাড়া অবাধ চলাফেরা না করতে এবং মাস্ক ব্যবহার করার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।
 
এ বিষয়ে তিনি বায়ান্ন টিভিকে বলেন, ইতিমধ্যেই উপজেলার পুর্ব পাগলা ইউনিয়ন, পশ্চিম পাগলা ইউনিয়ন ও জয়কলস ইউনিয়নকে রেড জোন ঘোষনা করে লকডাউন করা হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন এলাকায় বিকাল ৪টার পর শুধু মাত্র ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান-পাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমি আজ ৩টি দোকানকে আইন অমান্য করার জরিমানা করে সতর্ক করে দিয়েছি।