ক্যান্সার মুক্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ 526 views
শেয়ার করুন

ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা জানানো হয়।

এর আগে ১২ জুন পান্টাই মেডিকেল সেন্টারের ডা. লাই লাই কম সেনের দেয়া মেডিকেল রিপোর্টে প্রধানমন্ত্রী ক্যান্সার মুক্ত নিশ্চিত করা হয় বলে জানানো হয়েছে।

কোভিড -১৯ এড়াতে প্রধানমন্ত্রী স্বেচ্ছায় ১৪ দিনের মেডিকেল কোয়ারেন্টাইনে ছিলেন। তবে মুহিউদ্দিনের স্বাস্থ্যের অবস্থার প্রসঙ্গে গণমাধ্যমে আগে সংবাদ প্রকাশিত হয়েছিল যে, বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করেছেন বর্তমানে তার শরীরে ক্যান্সারের কোনও উপস্থিতি নেই এবং এই রোগের পুনরাবৃত্তির কোনও প্রমাণ নেই। তাই দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী মেডিক্যালি ফিট আছেন।

২০১৮ সালে প্রকাশ করা হয়েছিল যে, মুহিউদ্দিনের অগ্ন্যাশয়ের ক্যান্সার। যার কারণে তাকে বেশ কয়েক দফা কেমোথেরাপি নিতে হয়েছিল।

একই বছর জুলাইয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে টিউমারটি সারাতে তিনি মেডিকেল ছুটি নিয়েছিলেন। তিনি ২০১৮ এর আগস্টে কাজে ফিরে এসেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাগোহর নির্বাচিত প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলেন।