সিরাজগঞ্জে উদ্বোধন হ‌লো রজনীকান্ত সেনের নামে মুক্ত মঞ্চ ও মন্দির নির্মাণ কাজ

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ 556 views
শেয়ার করুন

পঞ্চকবির একজন কান্তকবি রজনীকান্ত সেন । সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামে ২৬ শে জুলাই ১৮৬৫ সালে জন্মগ্রহণ করেন । পরবর্তীতে কবি র প্রতি শ্রদ্ধা রেখে উক্ত গ্রামের নাম সেনভাঙ্গাবাড়ী রাখা হয় ।

আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের অন্তর্গত সেনভাঙ্গাবাড়ী গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নির্মানাধীন “কবি রজনীকান্ত স্মৃতি রজনী সংসদ” এর মুক্ত মঞ্চের মেঝে ঢালাই /মন্দির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিফাত-ই-জাহান ,( উপজেলা নির্বাহী অফিসার ) বেলকুচি, সিরাজগঞ্জ।

এ বিষয়ে বেলকুচি উপজেলা প্রকৌশলী জনাব মোঃ রইসুল আরেফিন প্রিয়লাইভ.কমকে বলেন, `রজনীকান্ত সেন বেলকুচির গর্ব । কান্ত কবির নামে মুক্ত মঞ্চ ও মন্দিরের নির্মাণ কাজ দ্রুতবেগে চলছে ।
আশাকরি আগামী ১ মাসের মধ্যে এই উন্নয়নমূলক কাজ শেষ হবে ।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, মোঃ রইসুল আরেফিন(উপজেলা প্রকৌশলী বেলকুচি), সিরাজগঞ্জ ও অত্র প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্য