বাসুদেব খাস্তগীরের ছড়া-রকমারী যুদ্ধ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 560 views
শেয়ার করুন

যুদ্ধ করি করোনাতে
যুদ্ধ করে মশা
করোনাতে সবার এখন
হায় রে মরণ দশা।

এডিস মশা আর করোনায়
আতংক দেশ জুড়ে
যুদ্ধ করে থাকার চেষ্টা
এসব থেকে দূরে।

দামের সাথে যুদ্ধ করে
আজো আছি বেঁচে
আয়ের সাথে ব্যয়ের চলে
যুদ্ধ নেচে নেচে।

দেশে চলে যুদ্ধ চলে
রক্ত ঝরে কতো
মনের সাথে মনের যুদ্ধ
চলছে অবিরতো।

বাঁচা কি যায় এই সময়ে
থাকলে নিজে রুদ্ধ
বাঁচতে এখন করতে হচ্ছে
রকমারী যুদ্ধ।