সিলেটের বিয়ানীবাজারে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা: নতুন আক্রান্ত আরো ৪জন

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ 656 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নতুন আরো ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে গত দুদিনে এ উপজেলায় ৭ জন করোনা আক্রান্ত হওয়ার খবর আসলো। গতকাল মধ্য রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাবে নতুন এ ৪ জনের করোনার নমুনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৩ জনে দাড়িয়েছে।

নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে আংগুরা বানু (৫৫) ও কালিপদ সরকার (৫৮) এর বাড়ি উপজেলার চারখাইয়ে। অন্য দুজনের একজন মাথিউরা ইউনিয়নের বেজগ্রামের বাসিন্দা তারেক আহমদ (২৫) এবং অপরজন বিয়ানীবাজার কলেজ রোডের কপু মিয়া (২১)। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদেরকে ঙ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।