রোটার্যাক্ট ক্লাব অব গ্রীন সিটি সিলেট এর ২০২০-২০২১ রোটা বর্ষের কমিটি গঠিত হয়েছে। রবিবার (৭ই জুন) রোটার্যাক্ট ক্লাবের অভিভাবক সংগঠন রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির সভাপতি ও বোর্ডের অনুমতি ক্রমে ক্লাবের সাবেক সভাপতি আবজাল হোসেন তুহিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দক্ষিণ সুরমা সরকারী কলেজ সিলেট এর অর্থনীতি (সম্মান) বিভাগে অধ্যয়নরত রোটার্যাক্টর মান্না আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের বি.এস.সি ইন নার্সিং এ অধ্যয়নরত ফাহমিদা আক্তার রুনার নাম ঘোষনা করা হয়।
এছাড়া তাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদেরকে রোটার্যাক্ট ক্লাব অব গ্রীন সিটি সিলেট এর দায়িত্ব অর্পন করায় অভিভাবক সংগঠন রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি এর সম্মানিত রোটারিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাহমিদা বলেন, আগামী এক বছরের জন্য আমাদেরকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সবাইকে নিয়ে এগিয়ে যাব। সবার সহযোগিতা এবং সহায়তা পেলে আগামী দিনে সিলেটের মধ্যে রোটার্যাক্ট ক্লাব অব গ্রীন সিটি সিলেট সবার মধ্যে জায়গা করে নিবে।


