সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ আরব আমিরাত-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত!
সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত (কেন্দ্রীয় কমিটির) আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং হুমায়ুন আহমেদ এর পিতার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (১ আগস্ট ২০২৫) রাতে শারজাহ আরাদ গ্রুপের সেমিনার হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আলিম উদ্দিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মালেক মলিক।
তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ আলম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাসিরুল হক, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ উজ্জ্বল, উম’আল কুয়াইন শাখার সভাপতি নাহিদুজ্জামান নাসির, সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাদি, আবুল বাশার হেলাল, আব্দুর রহিম, তৈয়ব আলী, আবুল হোসেন লেমন সহ আরো অনেকে।
মীলাদ ও তেলাওয়াত শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের উম আল কুয়াইন শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন।


