আবুধাবিতে সরকারি পদক পেলেন বাংলাদেশি ফাহিম

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫ 552 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর সংস্কৃতি ও পর্যটন বিভাগ সামাজিক ও সাাংস্কৃতিক উন্নয়নে বাংলাদেশি সুগন্ধি প্রতিষ্ঠান মোহাম্মদ ফারুক পারফিউমকে করেছে। শুক্রবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করেন চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা ফাহিম আহমদ। সম্মাননা স্মারক তুলে দেন ডিসিটি আবুধাবীর চেয়ারম্যান মোহাম্মদ খলিফা আল মুবারক। বাংলাদেশি এ প্রতিষ্ঠান সহ এ বছর সরকারের এ উদ্যোগে মোট ১৫টি প্রতিষ্ঠানকে পদক দেয়া হয়েছে। যারা কয়েক দশক ধরে বিশ্বের অন্যতম শহর আবুধাবীকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে সেবা দিচ্ছে।

বাংলাদেশি এ প্রতিষ্ঠানের বিশাল এ পদক প্রাপ্তিতে বাংলাদেশি প্রবাসিরা আনন্দ প্রকাশ করেছে। শারজাহ প্রবাসি কবীর উদ্দীন বলেন, আমিরাতে দেশের সংকটময় সময়ে বাংলাদেশির এমন সম্মান আমাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের ফারুক আহমদ ১৯

৮০ সালে ব্যবসা শুরু করেন। সুগন্ধি ব্যবসায় নিজের ছেলেদের উদ্যোক্তা করতে নিজের ব্যবসায় তাদের উৎসাহিত করেন। ২০১০ সাল থেকে তার ছেলেরা ফাহিম ও ফরহাদ এ ব্যবসার হাল ধরে ৬টি প্রতিষ্ঠানে শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান করেছেন।

এ ব্যাপারে ফাহিম বলেন, আমাদের এ অর্জন সকল বাংলাদেশির। নিজের কাজ দিয়ে সরকারি পর্যায়ে দেশের নাম এগিয়ে নিতে পারলে গর্ব লাগে।