কাউন্সিল ও আপাসানের মধ্যেকার বিদ্যমান পরিস্থিতিতে উদ্বিগ্ন কেয়ার ওয়ার্কারদের কাউন্সিলের সাথে মতবিনিময়
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী আপাসান কেয়ারের ফ্রন্টলাইন ওয়ার্কারদের না জানিয়ে সেবা গ্রহীতা তথা সর্ভিস ইউজারদের অন্যান্য কেয়ার এজেন্সি ও কেয়ার প্রভাইডারদের কাছ থেকে সেবা গ্রহনের আহ্বান জানিয়ে চিঠি প্রদান করে।
এই চিঠি প্রদান ও আপাসানের সার্ভিস স্থানান্তরের বিষয়ে লন্ডনের বাংলাদেশী ও এশিয়ান কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষত আপাসান কেয়ারে কর্মরত প্রায় পাঁচশত ওয়ার্কারদের জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
উদ্ভোদ এই পরিস্থিতে সংস্থার কেয়ারার ও টাওয়ার হ্যামলেটস এর অন্যান্য কেয়ারারবৃন্ধ গত ২১ অগাস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় কাউন্সিলের হেলথ ও স্যোসাল কেয়ার এর উর্ধতন কর্মকর্তাদের সাথে এক মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেয়ার প্রতিনিধিরা আপাসানের সার্ভিস অব্যাহত রেখে প্রায় ৫ শত আপাসান ওয়ারকারদের কর্মের নিরাপত্তা বিধানের জোর দাবি জানানো হয়। এসময় কর্মকর্তাবৃন্দ প্রতিনিধি দলের অন্যান্য দাবি সমুহ মনযোগ সহকারে শুনেন এবং বিষয়টি নিয়ে কাউন্সিলের উর্ধতন সভায় ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনার আশ্বাস দেন।
সভায় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আবুল হোসেন, আশরাফুল আলম, বদরুল ইসলাম,মাজেদ আহমদ, শাহজাহান সাত্তার, আহমদ সাদেক তারেক, সাফিয়া খাতুন, নুর আহমদ, দিলরুবা বেগম, নাসিমা বেগম, হাবিবুর রহমান, এমদাদুল হক সিকদার ও জাসমিন বেগম প্রমুখ।