
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর নিবাসী আমিরাত প্রবাসী ব্যবসায়ী উদ্যোক্তা শমীম আহমদ (শামীম রাজা)। বাবা প্রয়াত সমাজহিতৈষী রাজা ফয়জুর রহমানের দ্বিতীয় পুত্র শামীম ২০০৯ সালে ভাগ্য পরিবর্তনের জন্য এদেশে এসেছিলেন শূন্য হাতে। কাজ নিয়েছিলেন স্থানীয় আরবগৃহে সাধারণ কর্মীর। পরে একজন নির্মাণকর্মী হিসেবে কাজ করতে করতে ভাবলেন তাকে এই অচলায়তনে থেকে গেলে চলবে না। হাত দিলেন ব্যবসায়। প্রথমে ওমরাহ প্যাকেজ ও পরে ২০১৬ সালে টাইপিং সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর ব্যবসায় হাতেখড়ি। আজ দুবাই,শারজাহ ও আবুধাবিতে তাঁর হাতে গড়া বাইত আল ফালাহ গ্রূপের অধীন প্রতিষ্ঠানগুলোয় বাংলাদেশ ভারত,পাকিস্তান নেপাল এর শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। একজন প্রান্তিক শ্রমজীবি থেকে আজ তার একটি গ্রূপ অব কোম্পানির মালিক হওয়ার পেছনে যে কাহন ছিল তা হল পরিশ্রম, সত্যনিষ্ঠা,সেবা, একাগ্রতা ও সাধনা। ট্রাভেল ও ট্যুরিজম,টাইপিং সেন্টার,টেকনিক্যাল সার্ভিস কোম্পানি ওমরাহ প্যাকেজ,টিকেটিং,ভিজিট ভিসা,সৌদি আরব সহ ইউরোপ ও বিভিন্ন দেশে মালটিপল এন্ট্রি ভিসা, ডকুমেন্টস এটেস্টেশন, ডেজার্ট সাফারি ও সিটি ট্যুর, ইমিগ্রেশন সবধরণের সেবা,এমিরেটস আইডি ও ভিসা সেবা,তাশহিল সার্ভিস, বিজনেস সেট আপ সেবা সহ নির্মাণ সেক্টরে তার কোম্পানিগুলো বহুমুখী সেবা দিয়ে থাকে।
গতকাল রবিবার ১৭ অগাস্ট আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে আবুধাবির মুসাফফাহ শিল্প এলাকার ৩৭ নং জোনের ইরানি মসজিদের কাছে বাইতুল ফালাহ ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানির আরেকটি নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম আহমদ।
এ সময় আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সারওয়ার হোসেন, সাদিকুর রাহমান রুবেল ,হাজী আবদুর রহিম, হাজী সাওকত হুসাইন, শরিফ উদ্দিন, ইন চার্জ শারজাহ অফিস,আল মাহমুদ হায়দার
ইনচার্জ, দুবাই অফিস, মোহাম্মদ আনোয়ার হোসেন
ইনচার্জ, আবুধাবি অফিস,জাফর উদ্দিন, হাজী আব্দুল কুদ্দুস ,মারুফ আব্দুল্লাহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা এনাম উদ্দিন মহসিন।
আমিরাতে বাংলাদেশি উদ্যোক্তাদের এ দেশের এসএমই সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর মাধ্যমে প্রবাসের মাটিতে যেমন নিজেদের ভাগ্যোন্নয়ন করছেন তার পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান সুযোগও সৃষ্টি করে রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছেন।
প্রবাসী উদ্যোক্তা শামীম আহমদ তার বক্তব্যে সরকারকে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আমিরাতে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ভিসার দ্বার অবমুক্ত করার আহবান জানান।
উদ্বোধন উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে ওমরাহ প্যাকেজ এবং বিমান টিকেট মূল্যে বিশেষ ছাড় ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে দেশে ও প্রবাসে দু:স্থ মানুষের পাশে থেকে মানবতার সেবা ছাড়াও শামীম আহমদ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা সহ নানা জনহিতকর কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।