ডিএম হাইস্কুলের সাবেক শিক্ষক সিরাজ চৌধুরী ও ওয়াদুদ খান লন্ডনে সংবর্ধিত

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ 314 views
শেয়ার করুন

 

ডিএম হাইস্কুলের আমেরিকা প্রবাসী সাবেক শিক্ষক সিরাজ উদ্দিন চৌধুরী ও সুইডেন প্রবাসী সাবেক শিক্ষক ওয়াদুদ খানের সম্মানে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্ঠে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা সভা।

জনাব ফয়জুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এম হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী সাবেক শিক্ষক ওয়াদুদ খান, সাবেক শিক্ষক ও ওয়েস্ট মিনিস্টার কাউনসিলের কাউনসিলার আব্দুল আজিজ তকি।
টিভি প্রেজান্টার নাহিন মাহমুদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিএম হাইস্কুল লন্ডন রি-ইউনিয়ন কমিটির আহ্বায়ক মনজুরুছ-ছামাদ চৌধুরী মামুন, জকিগন্জ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল হোসেন, হেলাল আহমদ, সাহান চৌধুরী, আবুল কাশেম, তারেক হোসেন মুসা, গোলাপগঞ্জ সোসাল ট্রাস্টের সভাপতি জাকারিয়া আহমদ, রাসেল খান, আলতা চৌধুরী, ছাদিকুর রহমান চৌধুরী, আব্দুল মিজান চৌধুরী, শিব্বির আহমদ খান, মফিজুর রহমান চৌধুরী একলিল, মুবিন জায়গীরদার, রায়হান উদ্দিন, গোলাপগঞ্জ ইউনিয়ন সমিতির সভাপতি মাহমুদ মিয়া মানিক প্রমুখ।

 

এম এ জামানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্প্রতি আলীনগর ইউনিয়নে চার তরুনের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের আত্নার মাগফিরাত কামনা করা হয়।