অনুদানের পাঁচ লক্ষ টাকা পেয়ে স্বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছে শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন, যুক্তরাজ্য। সোমবার বিকাল ৩টায় ইউনিয়নের সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সদস্যের হাতে তুলে দেওয়া অনুদানের এই টাকা। প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।
অনুদান বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি বলেন, প্রবাসীরা আমাদের আস্থা এবং ভরসার প্রতীক। দেশের সংকটময় মূহুর্তে তারা আমাদের পাশে সব সময় দাঁড়ান। ২০২২ সালের বন্যা থেকে কিংবা এরও আগে থেকে তারা দেশের মানুষের কথা সব সময় ভাবেন। তাদের দেহটা হাজার হাজার মাইল দূরে থাকলেও মনটা পড়ে থাকে দেশের আত্মীয়-স্বজনদের কাছে। শীত, বন্যা বা যেকোনো দুর্যোগের সময়ও ত্রাতার মতো তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন, যুক্তরাজ্যের মাধ্যমে কিছু মানবিক মানুষ সলফ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের জন্য ৫০ হাজার টাকার বড় অংকের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এসোসিয়েশনের প্রতিজন সদস্যের প্রতি আমরা উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব বশির উদ্দিন, আলহাজ্ব কাচা মিয়া, আলহাজ্ব আবু লেইচ, দেলোয়ার হোসেন, ড. রোয়াব উদ্দিন, রেজাউল কবির জায়গীরদার রাজা, ইকবাল হোসেনসহ আরও যেসব মানুষ উদ্যোগী হয়ে সংগঠনের সবাইকে উদ্বুদ্ধ করেছেন তাঁদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা। আমরা আশা করবো, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন, যুক্তরাজ্য এভাবেই শান্তিগঞ্জের মানুষের বিপদে-আপদে আশ্রয়হীন মানুষের আশ্রয় হয়ে দাঁড়াবে। এসোসিয়েশনটি দীর্ঘজীবী হোক। আর ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেনো দ্রুত তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেই কামনা করি।

নগদ অর্থ বিতরণের সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী ইরান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও সমাজকর্মী সিতু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ মুরব্বি শামসু মিয়া, আব্বাস উদ্দিন, সমাজকর্মী আজাদ মিয়া, আবদুল মোতালিব, খরসু মিয়া, শায়েখ মিয়া, তফিক মিয়া, শাহরিন আহমদ মাহবুব আলম জনি।
অনুদান পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। শফিক মিয়া ও আবদুল জাহির বলেন, অগ্নিকাণ্ডে আমাদের সব কিছু শেষ করে দিয়েছিলো। গ্রামবাসীসহ অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজ শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন, যুক্তরাজ্যের একটি সংগঠন আমাদের ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। অনুদানের টাকা পেয়ে আমরা খুশি। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো।
উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল শনিবার দিবগত রাতে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে গ্রামের দশটি পরিবারের সবকিছু পোড়ে ভস্মীভূত হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়ে পরিবারগুলো।