গরু আনতে গিয়ে শান্তিগঞ্জের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ 368 views
শেয়ার করুন

গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪২) নামের শান্তিগঞ্জের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ঘটনার পর তাকে নিয়ে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রায় তিন বছর আগে দুবাই থেকে স্থায়ীভাবে বাড়ি ফেরেন দেলোয়ার। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। প্রবাস থেকে ফিরে কৃষিকেই নিজের পেশা হিসেবে বেচে নেন দেলোয়ার। মঙ্গলবার বিকালে আকাশে মেঘ ও ধমকা হাওয়া বইলে তার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্য ঘোষণা করেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।