সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে শান্তিগঞ্জের দুই নেতা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫ 324 views
শেয়ার করুন
নবগঠিত সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার দুই নেতা। তারা হলেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মাছুম আহমদ ও শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নাছির আলী। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টায় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত দলীয় প্যাডে ঢাকা থেকে এই কমিটি প্রকাশ করা হয়। 
কমিটিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনকে আহ্বায়ক, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে স্থান পেয়ে খুশি শান্তিগঞ্জের এই দুই নতুন সদস্য। আনন্দ প্রকাশ করে মাছুম আহমদ ও নাছির আলী  বলেন, ‘পতিত হাসিনা সরকারের আমলে আন্দোলন সংগ্রামে আমরা যখন পুলিশি ও আওয়ামী নির্যাতন সহ্য করেছি তখন পরিবার ও আত্মীয়-স্বজনরা আমাদেরকে ভর্ৎসনা করতো। এখন দল আমাদের এই ত্যাগের মূল্যায়ণ করেছে। আমরা দল ও দলের সিনিয়র নেতাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও সিলেট বিভাগীয় দায়ীত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাদের উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছে আমরা চেষ্টা করবো আমাদের সর্বোস্ব দিয়ে সেই দায়িত্ব পালন করার।’