প্রবাসী সাংবাদিক সমিতির সহ সভাপতির ভ্রাতৃবিয়োগ

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ 282 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বানিয়াছের বিশিষ্ট প্রবাসী উদ্যোক্তা ও সমাজসেবি এবং প্রবাসী সাংবাদিক সমিতি ইউএই’র জ্যেষ্ঠ সহ সভাপতি রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশের বড় ভাই হাজী শামসুল আলম (৭১) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) ইউএই, ইউএই রিপোর্টার্স ইউনিটি,সার্ক জার্নালিস্টস ফোরাম ইউএই, রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিবার সহ বিভিন্ন সংগঠন।

হাজী শামসুল আলম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া সওদাগরের পুত্র এবং বানিয়াসের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা।
তিনি হার্ট, কিডনি সংক্রমণ সহ নানান শারিরিক অসুস্থতায় আবুধাবির মাফরাখস্থ শেখাবুত হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৩ শে ফেব্রুয়ারী (রবিবার) বাংলাদেশ সময় সাড়ে ১১:৩০ টায় ইন্তেকাল করেন। আগামী রবিবার তার মরদেহ দেশে আনার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মরহুম বিগত ৩৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসের কর্মজীবনে বিভিন্ন ব্যবসায়ীক উদ্যোগ ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ৫ কন্যা সন্তানসহ দেশে ও প্রবাসে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।