শান্তিগঞ্জের যে যে এলাকায় বিদ্যুত থাকবে না আগামীকাল
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

শান্তিগঞ্জ পল্লীবিদ্যুতের ৪ নং ফিডারের বিদ্যুত আগামীকাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। লাইনের সংস্পর্শে আসা গাছের ডাল কর্তনের জন্য এই ফিডারটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম।
৪ নং ফিডার এলাকা হচ্ছে- পাগলা বাজারসহ পশ্চিম পাগলা ইউনিউনের সম্পূর্ণ এলাকা ও দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজার, ছয়হারা মৌগাঁও পয়েন্ট, বাংলাবাজার, বুরুমপুর, পাইকাপন ও ভমবমি বাজারসহ আশপাশের এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এজিএম ইয়াছিন মাহমুদ ইমরান।