শান্তিগঞ্জে তারুণ্য উৎসবে ফুটবলে চ্যাম্পিয়ান দরগাপাশা ইউনিয়ন

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫ 163 views
শেয়ার করুন
তারুণ্য উৎসব-২০২৫ এ ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে দরগাপাশা ইউনিয়ন পরিষদ। বুধবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ঝিলমিল অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের পক্ষে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন ইউপি সদস্য ও টিম ম্যানাজার গোলাম কিবরিয়া সুজন। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
খেলায় সার্বিকভাবে দিক নির্দেশনা প্রদান করেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া। তত্ত্বাবধান করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণের সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুটি মিয়া চৌধুরী, উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক সুহেল আহমদ, ইউপি সদস্য মাসুক আলী, মো. সুমন মিয়া, গোলাম কিবরিয়া সুজন, মোছা. সুহেনা বেগম, তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান রাজা, ইউনিয়ন ফুটবল দলের গোলকিপার সুয়েব মিয়া প্রমুখ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা পর্যায়ে তারুণ্য উৎসবের মতো একটি প্রতিযোগিতায় পূর্ব বীরগাঁও, পূর্ব পাগলা ও জয়কলসের মতো ইউনিয়নকে পরাজিত করে আমরা আমাদের সামর্থ্যের পরিচয় দিয়েছি। যে কৃতিত্ব আমরা অর্জন করেছি তার দাবিদার সম্পূর্ণ ইউনিয়নবাসী। আমরা আমাদের এই সাফল্য আগামীতেও ধরে রাখতে চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।