শান্তিগঞ্জে প্রজন্মদল নেতার বাবার কুলখানি সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় ইউনিয়ন প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইজাদ মিয়ার বাবা মরহুম বাদশা মিয়ার কুলখানি সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের দামোধরতপী গ্রামে নিজ বাড়িতে এই কুলখানি সম্পন্ন হয়।
কুলখানি উপলক্ষে বাদশা মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দামোধরতপী-মাহমদপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. এসএম আল-আমীন জাবের।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার ফারুক আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল মেম্বার, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব মিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমদ, যুবদল নেতা লাবিব ফয়সল তানিম, জাফর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদ, সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, উপজেলা প্রজন্মদলের সহ-সভাপতি আলী আমজদ শাহীন, পূর্ব পাগলা ইউনিয়ন প্রজন্মদলের সভাপতি মিয়া সাইফুল, সাধারণ সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।