
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নত মানের কম্ফোর্টার বিতরণ করেছে আলোর পথিক প্রবাসী সহযোগিতা সংস্থা। শুক্রবার সকাল ১১টায় রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫৬টি পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটির সদস্যরা। এসময় দুই অসুস্থ ব্যক্তি ও একজনের শিরনীর কাজে আর্থিক সহযোগিতাও করে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল হক। ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান আতিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালিশি ব্যক্তিত্ব আইয়ুব উদ্দিন বুদ্ধি, গৌরণ মিয়া, আছদ আলী, ইমান আলী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আতিকুল হক, সমাজকর্মী শহিবুর রহমান, জাবেদ নূর, জাকারিয়া, ফয়েজ আহমেদ, আশরাফুল হক, তাজুদ আলী, জায়েদ আহমদ, রিপন আহমদ ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যেসকল প্রবাসীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা চাই এলাকার তরুন যুবকরা এধরণের ভালো কাজের সাথে লেগে থাকুক সব সময়। যে উদ্যোগ আলোর পথিক গ্রহণ করেছে তা যেনো প্রতি বছর অব্যাহত থাকে।