শান্তিগঞ্জে মনির হ*ত্যাকাণ্ডে ৬ জনের নাম উল্লেখ করে মামলা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ 188 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামে মনির হোসেন হত্যাকাণ্ডে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা বকুল নেছা। সোমবার সন্ধ্যায় এই মামলা দায়ের করেন তিনি। মামলার এজহারে উল্লেখিত আসামীরা হলেন- উকারগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদ, তার ভাই রাসেল মিয়া হৃদয়, জাহির আলীর ছেলে মো. শহিবুর রহমান, আবদুন নূরের ছেলে আলী আহমদ, রহমত উল্লাহ ওরফে রমত উল্লাহ’র ছেলে মো. তাহির আলী ও নিহত মনিরের স্ত্রী মোছা. জনিক আক্তার।

অভিযুক্ত ৬ জনের মধ্যে ইতোমধ্যে আটককৃত ৪ জনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উকারগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদ, তার ভাই রাসেল মিয়া হৃদয়, জাহিল আলীর ছেলে মো. শহিবুর রহমান ও নিহত মনিরের স্ত্রী মোছা. জনিক আক্তার। বাকী দুই আসামীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

মামলার এজহার ও নিহত মনিরের পারিবারিকসূত্রে জানা যায়, দুই বছর ধরে জায়গা জমি সম্পর্কিত বিরোধ চলছিলো একই গ্রামের জামাল উদ্দিনের পরিবারের সাথে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। এরই মধ্যে নিহত মনির হোসেন প্রবাসে চলে গেলে তার স্ত্রী জনিক আক্তার জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এবং অবাধে মনির হোসেনের ঘরে আসা-যাওয়া করতে থাকেন। এ নিয়ে একাধিকবার বাঁধা নিষেধ দেওয়ার পরও কেউই তা গ্রাহ্য করেন নি। মনির হোসেন দেশে আসার পর পরকীয়ায় বাঁধা দেওয়ায় তাকে চিরতরে সরিয়ে দিতে হত্যার করা হয়েছে বলে এজহার উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে প্রবাস ফেরত মনির হোসেনকে ডেকে অভিযুক্ত রাসেল মিয়া হৃদয়। সে রাতে আর বাড়ি ফিরেননি মনির। পরদিন সকালে বাড়ির পাশের হাওরে বোরো জমিতে ক্ষতÑবিক্ষত মরদেহ পাওয়া যায় তার। এরপরই নিহত মনিরের মা অভিযোগ তোলেন তার পুত্রবধূ জনিক আক্তারের পরকীয়ার বলি হয়েছেন ছেলে মনির।