বাংলাদেশ এডিটরস ফোরাম সাংবাদিক মিলনমেলা-২০২৫ উদযাপিত

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ 123 views
শেয়ার করুন

বাংলাদেশের পত্রিকার সম্পাদকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ এডিটরস ফোরাম” এর বার্ষিক বনভোজন ও সাংবাদিক মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী বক্তব্যে সংবাদপত্রের মর্যাদা সংরক্ষণের আহবান জানিয়েছেন কবি, শিকড়সন্ধানী ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। শনিবার (৪ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী কাজীরগাঁও মুদ্রন নগরীতে বিইএফ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহাসচিব ওমর ফারুক জালাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটরস ফোরামের উপদেষ্টা সামছুল হোক দৌররানী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম সিকদার, সহসভাপতি অশোক ধরে মোঃ জাহাঙ্গির আলম খাঁন, মহিলা বিষয়ক সম্পাদক নুরুননাহার রিতা, অর্থ সম্পাদক কামরুজ্জামান জনি সহ সকল সম্পাদক বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি সকলে।

দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ ও নারীদের চেয়্যার খেলা, র‌্যাফেল ড্র সহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সংবাদপত্র সম্পাদক সাংবাদিকগণ ও অতিথি বৃন্দ।

শত ব্যস্ততার মাঝে পরিবার-পরিজন নিয়ে সম্পাদক ও সাংবাদিকগণ ঢাকার কেরানীগঞ্জ মুদ্রন নগরীতে নিরিবিলি স্থানে আয়োজিত এ মিলনমেলায় অংশগ্রহণ করেন।