শান্তিগঞ্জের আক্তাপাড়া মিনাবাজারে ফ্যামিলি ফ্যাশনের উদ্বোধন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনবাজারে ফ্যামিলি ফ্যাশন নামের একটি আধুনিক কাপড়ের দোকানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল সাড়ে ৪টায় বাজারের মাস্টার বাতির আলী সুপার মার্কেটে এই দোকানটির উদ্বোধন করা হয়। ফ্যামিলি ফ্যাশন মিষ্টান্ন প্রতিষ্ঠান ফিজার একটি শাখা প্রতিষ্ঠান।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুল হক, আক্তাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মঈনুল ইসলাম ও আক্তাপাড়া মিনাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মঈনুল হক। এসময় প্রবীণ মুরব্বি নূরুল ইসলাম ও প্রাক্তন ইউপি সদস্য আবদুল আজিজ বোধনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে উপস্থিত স্থানীয় মুরব্বিগণ ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ফিতা কাটা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক তাওহীদ আহমদ বলেন, তরুণ-তরুণী ও রুচিশীল মানুষের কথা মাথায় রেখে আমরা সিলেট, ঢাকায় যেসব কাপড়, জুতা, ঘড়ি, প্যান্টের ব্যাল্টসহ নানা ধরণের মানসম্মত পণ্য পাওয়া যায় সেসব পণ্যের সমাগম ঘটিয়েছি। সম্মানিক গ্রাহকদের অনুরোধ করে বলছি, আমাদের শো-রুমটি একবার ভিজিট করে যান। আশা করছি সবগুলো পণ্যই আপনাদের ভালো লাগবে। সূলভ মূল্যে সবগুলো পণ্যই আমরা বিক্রি করবো।