শান্তিগঞ্জে ট্রাক্টর বিক্রয় প্রতিষ্ঠান আয়াত মটরস’র উদ্বোধন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

আয়াত মটরস-এ আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের পিটিটি লুব্রিকেন্ট, কেস ট্রাক্টর, কোবুতা কোম্বাইন হারভেস্টার, আবেদিন পাওয়ার ট্রিলার ও কোবুতা ডিজেল ইঞ্জিন ইত্যাদি পণ্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আবেদিন ইকুইপমেন্ট লি.-এর সিনিয়র রিজিওনাল ম্যানাজার মো. কাউছার।
এসময় ব্যবসায়ী লেবু মিয়া, আয়াত মটরস-এর পরিচালক সায়েম মিয়া, ব্যবসায়ী এমরুল কায়েস, রাসেল মিয়া, শামীম মিয়া, সাদিকুর রহমান পাপ্পু, হাবীব চৌধুরী, ইমন মিয়া ও জুনায়েদ আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আক্তাপাড়া মিনাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মঈনুল হক ও কাজি মাও. মফিজ উদ্দিন।