শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনন্দ মিছিল ও সভা

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪ 119 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য ঘোষিত  আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়  সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আনন্দসভা করেছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার নোয়াখালী বাজারে এই মিছিল ও আনন্দসভা করেন তারা। 
মিছিল পরবর্তী আনন্দসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুন নূর মেম্বার। শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকের পরিচালনায় আনন্দসভায় বক্তব্য রাখেন-
উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক  আঙ্গুর মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, কৃষকদল নেতা মাহবুব ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, যুবদল নেতা সিরাজুল আলম,  শিব্বির আহমদ, সাব্বির আহমদ, মুনসুর আলম, নূর আহমদ সবুজ, ব্যবসায়ী রাসেল মিয়া, যুবদল নেতা হুমায়ুন আহমদ, রাসেল আহমদ, ইমরান হোসেন, শরীফ উদ্দিন ও ছাত্রদল নেতা তানজিব তালুকদার। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে, ফুলের তোড়া ও পুষ্পমাল্য দিয়ে নূর আলীকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা। এসময় দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, দলটির মহাসচিব ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।