হত্যা মামলায় বিয়ানীবাজার আওয়ামী লীগের দুই কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪ 158 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজারে গত ৫ আগষ্ট বিকালে থানা আক্রমণ কালে গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত কলিম উদ্দিন ও সাইফুল ইসলাম রোকন দুজনেই বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ কর্মী। ৪ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি কলিম উদ্দিন উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের ছেলে এবং একই মামলার ৩০ নম্বর আসামি সাইফুল ইসলাম রোকন উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিয়ানীবাজার থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিন যুবক নিহত হয়। নিহতদের একজন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার বড় ভাই বুরহান উদ্দিন বাদী হয়ে গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সাইফুল ইসলাম রোকন ও কলিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজন গত ৫ আগস্ট রায়হান উদ্দিন নিহতের ঘটনার দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।