
চাচার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাতিজা। এ নিয়ে চাচাসহ চার জনের উপর থানায় অভিযোগ করেছেন ভাতিজা। ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। অভিযোগকারী আমিনুর রহমান আরমান নোয়াগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাফিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে আরমান’র পারিবারিক ও জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। তার আরেক চাচা সাজ্জাদুর রহমান দীর্ঘদিন প্রবাসে আছেন। এই সুযোগে প্রবাসী সজ্জাদুর রহমানের স্ত্রী’কে অর্থাৎ তার চাচীকে ও তাকে (আরমানকে) পূর্ব শত্রুতার জেরে মারপিটসহ বিভিন্ন ধরনের হুমকি এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়াও সম্প্রতি বাড়ির আশপাশ থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তাদেরকে মারধর ও গুম করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। এ বিষয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে চার জনের নাম উল্লেখ করে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আরমান।
অভিযুক্ত মাফিকুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি নিরীহ প্রকৃতির মানুষ। আমি এসব কর্মকা-ে জড়িত নই।
শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) রুবেল আহমদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি, উভয়পক্ষ শান্ত রয়েছেন।