আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায় সংবর্ধনা
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী
ইউ এতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফরের দীর্ঘ কূটনৈতিক জীবন হতে অবসর গ্রহণ উপলক্ষে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস মিলয়াতনে এক বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয় শনিবার, ১৪ সেপ্টেম্বর।
এসময় রাষ্ট্রদূত পত্নী সালমা জাফর, দূতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান, মিনিস্টার (লেবার) আবদুল আওয়াল,দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি ইউ এ ই সভাপতি মোয়াজ্জেম হোসেন,যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খোন্দকার, দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোহাম্মদ আবু জাফর,জনতা ব্যাংক ইউএই’র প্রধান নির্বাহী কামরুজ্জামান সহ আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেট কর্মকর্তা বৃন্দ এবং প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর আবুধাবিতে রাষ্ট্রদূত হিসেবে ৪ বছর এবং দুবাইয়ে কন্সাল জেনারেল হিসেবে ৪ বছরের কর্মজীবনের পথচলায় প্রবাসী কম্যিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন,’পররাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং পাট গবেষণা ইন্সটিটিউটের সাথে ৩৭ বছর দেশের স্বার্থে সরকারের সাথে থেকে কাজ করেছি,যেখানেই যে দায়িত্বে ছিলাম সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি।” ১৭ বছর দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। দুবাই ও লস এঞ্জেলসে কন্সাল জেনারেল এর দায়িত্ব পালন করেছি,অস্ট্রিয়াসহ ৩/৪টি দেশে, জাতিসংঘে করার সুযোগ হয়েছে। আমি দেখেছি বড় বড় চেয়ার পেলে আমরা সাধারণ মানুষের কথা ভুলে যাই, এমন হলে চলবে না। সাধারণ মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখাতে হবে। কাজে জবাবদিহিতা ও প্রফেশানালিজম থাকতে হবে।
রাষ্ট্রদূত বলেন,”অবসর জীবনে দেশের জন্য,নিজের ও সাধারণ মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমি দেখেছি আমাদের প্রান্তিক মানুষ যতটা না অগ্রসর হন চার পাঁচ বছর পরপর সাইক্লোনের আঘাতে আবার নি:স্ব হয়ে পড়েন। এদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়,কিভাবে গ্রামীন নারীদের কর্মসংস্থানে কাজ করা যায় এ নিয়ে আমার নিজস্ব উদ্যোগে কিছু প্রকল্প পরিকল্পনা আছে।”
তিনি দেশ ও মানবতার সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান। পরে বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবির উদ্যোগে তাকে আরেকটি বিদায় সংবর্ধনা দেয়া হয়।